সব

দুর্গাপূজা বাংলাদেশের জাতি-রাষ্ট্রে সর্বমানুষের মিলনক্ষেত্র : ফখরুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 7th October 2019at 3:11 pm
19 Views

আমারবাংলা ডেস্কঃ দুর্গাপূজা বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব, যা জাতি-রাষ্ট্রে সর্বমানুষের মিলনক্ষেত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে এক বিবৃতিতে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফখরুল। তিনি বলেন, তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে।

বিবৃতিতে তিনি বলেন, ‘যেকোনো ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক বিভেদ রেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। শারদীয় দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এই উৎসব বাংলাদেশের একটি সার্বজনীন উৎসব। যা জাতি-রাষ্ট্রে সর্বমানুষের মিলনক্ষেত্র।’

তিনি আরও বলেন, দীর্ঘকাল ধরেই বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছে। ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি। এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়। আমি শারদীয় দুর্গাপূজার সার্বিক সাফল্য কামনা করি।


সর্বশেষ খবর