কিছু দৃশ্যে আপত্তি, স্বপ্নবাজি থেকে সরলেন ঐশী
বিনোদন ডেস্কঃ শোবিজ অঙ্গনের রঙিন জীবনযাপন নিয়ে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘স্বপ্নবাজি’ এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা রায়হান রাফি। এতে অভিনয় করতে যাচ্ছেন মিসওয়ার্ল্ড বাংলাদেশের ঐশী- সংবাদমাধ্যমে এমনই খবর এসেছিল। কিন্তু ঐশী অভিনয় করছেন না ছবিটি।
এ বিষয়ে ঐশী রবিবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘কিছু কিছু দৃশ্য রয়েছে যেখানে আমার পক্ষে অভিনয় করা সম্ভব না। রাফি ভাইয়ার সাথে কথা বলে মিউচুয়ালি আমি সরে এসেছি।’
এই সুন্দরী বলেন, আসলে , ‘গল্পে আমার চরিত্রের কিছু জায়গায় পোশাক ও ধূমপানের একটা বিষয় আছে। এটা নিইয়ে রাফি ভাইয়ার সঙ্গে বসেছি। কিন্তু এই দৃশ্যগুলো এমনই যে এখানে কনসিডার করার সুযোগ নেই। যার কারণে রাফি ভাইয়ার সাথে কথা বলে সরে আসতে হয়েছে। নিশ্চই পরবর্তীতে তাঁর সাথে কাজ হবে।’
রায়হান রাফিও বললেন একই কথা। কালের কণ্ঠের সাথে রবিবার বিকেলে কথা হয় তরুণ এই নির্মাতার। তিনি বলেন, ‘শোবিজ দুনিয়াটা কেমন হয় এটা তো জানেন। এখানে কিছু রঙিন দৃশ্য থাকবে। স্টার-সুপারস্টারদের জীবনযাত্রার গল্প থাকবে। পোশাক পরিচ্ছদ ও অন্দরমহলের জীবনযাপনের বিষয় থাকবে। এসব দৃশ্য তো আমি কম্প্রোমাইজ করে সরিয়ে ফেলতে পারবো না।’
তিনি বলেন, ‘ঐশী দৃশ্যগুলো নিয়ে আপত্তি জানিয়েছিল। আমার সঙ্গে কথা বলতে চায়। ওই দৃশ্যগুলো পরিবর্তন করা যায় কি না জানতে চেয়েছিল। আমরা একসাথে বসে আলোচনা করলাম। আসলে শোবিজ দুনিয়ার আসল দৃশ্য সরিয়ে ফেললে তো সিনেমা হবে না। আর ঐশী এসব দৃশ্যে সহজ হতে পারবে না। এজন্যই সিদ্ধান্ত নিতে হলো।’
কিছুদিন আগে, ‘এর ফটোশুটে অংশ নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত তারকা ঐশী। এতে অভিনয়ের বিষয়ে চূড়ান্ত ছিল তার নামটিও। ‘স্বপ্নবাজি’ ছবিতে অভিনয় করবেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জান্নাতুল পিয়াসহ অনেকেই অভিনয় করবেন বলে জানা গেছে।’