সব

হত্যার পরিকল্পনা হয় মসজিদে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 20th April 2016at 1:59 pm
33 Views

4স্টাফ রিপোর্টারঃ রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে ঝব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন বিল্লাল হোসেনকে (৪৯) হত্যার পূর্বে কেরানীগঞ্জের একটি মসজিদে পরিকল্পনা হয়েছিল।

পরিকল্পনার পর হত্যাকাণ্ডের হোতা খাদেম হাবীব ঘটনার দুই দিন আগে ছুটি নিয়ে দুদিনের জন্য গ্রামের বাড়িতে যান।

কেউ যেন সন্দেহ না করতে না পারে, সেজন্য ছুটিতে থাকা অবস্থায় আবার ঢাকায় ফিরে এসে মুয়াজ্জিন হত্যাকাণ্ড ঘটান।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপকমিশনার মফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

মফিজ উদ্দিন আহমেদ জানান, মুয়াজ্জিন হত্যার সঙ্গে যে পাঁচজন জড়িত ছিলেন তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আর বাকি একজন পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃত চারজন হলেন- ঝব্বু খানম জামে মসজিদের খাদেম হাবীব, দ্বিতীয় মুয়াজ্জিন মোশারফ হোসেন, বিল্লালের বন্ধু সরোয়ার হালিম এবং হাবীবের বন্ধু তোফাজ্জল।

 


সর্বশেষ খবর