তোমাতেই উন্মুখ
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 20th April 2016at 8:03 pm
FILED AS: কবিতা ও সাহিত্য > বিনোদন
63 Views
আমাকে কষ্ট দিয়েই তোমার যত সুখ
তোমার সুখেই আমার জীবন
নির্লজ্জ উন্মুখ,
ভালোবাসার অসুখ নাকি আমার দুঃখ বিলাস
বিলাসী দুঃখেই আমার বোধের
অসহায় উল্লাস ,
নেশাপায়ী চোখে তোমার বিষের ফনা তোলা
ছোবল দিয়ে মারছো আমায়
তুমি আত্মভোলা,
সব কিছুতেই বিভোর আমি বেহুস বেভুলা
বুঝিনাতো কোনটা আসল কোনটা
তোমার ছলা কলা ।