কোটালীপাড়া হিরন ইউপি নির্বাচন অনিদিষ্ট কালের জন্য স্থাগিত
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউপি নির্বাচন অনিদিষ্ট কালের জন্য স্থাগিত করেছে প্রধান
নির্বাচন কমিশনার।
সোমবার প্রধান নির্বাচন কমিশন এক নিতিগত সিন্ধান্তে এ স্থাগিত জারি করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া নির্বাচন কমিশনার হাসান উদ্দিন বলেন, গত কাল প্রধান নির্বাচন অফিস থেকে আমাদের চিঠির মাধ্যমে নির্বাচনের স্থাগিতের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ দ্বিতীয় ধাপে নির্বাচন হওয়ার কথা ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান চেয়ারম্যান মুন্সী এবাদুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া এই দুই জন প্রার্থীকে মনোনয়ন দেয়। একই ইউনিয়নে দুই জন প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম দ্ইু জনকে অবৈধ্য বলে ঘোঘনা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও হাইকোট দুজনকে অবৈধ্য ঘোষনা করেন। এবাদুল ইসলাম ও গোলাম কিবরিয়া দাড়িয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশ গ্রহন করার জন্য সুপ্রিম কোটের আপিল বিভাগে আবেদন করেন। প্রধান বিচার পতির নেতৃত্বে দুজনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবে বলে রায় দেন এবং নির্বাচন ১৫ দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন।