মেয়র পদে ১২২৩, কাউন্সিলরে ১২৪৬৬ প্রার্থী
স্টাফ রিপোর্টার ঃ পৌরসভা নির্বাচনে ২৩৫ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এক হাজার ২২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২ হাজার ৪৬৬ জন। শুক্রবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। মোট ১৩ হাজার ৬৮৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনি ও রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর। ২৩৫ পৌরসভায় এবার সোয়া তিন হাজার পদে ভোট হবে। এরমধ্যে মেয়র পদ ২৩৫টি, সাধারণ কাউন্সিলর পদ দুই হাজার ২১১টি ও সংরক্ষিত কাউন্সিলর পদ ৭৩৭টি।
পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। মেয়র পদে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট এক হাজার ২২৩টি মনোনয়নপত্র জমা পড়ে। সাধারণ কাউন্সিলর পদে নয় হাজার ৭৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন; আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৬৬৮ জন। প্রসঙ্গত, এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদে নির্বাচন হচ্ছে। তবে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট হচ্ছে নির্দলীয়ভাবে।