আজ-কাল মনোনয়ন বাচাই, বাদ পড়বেন অনেকে
স্টাফ রিপোর্টার ঃ বিশেষ তিনটি কারণে মনোনয়নপত্র বাতিল হতে পারে অনেক প্রার্থীর। মেয়র পদের স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রে ১০০ জন ভোটারের সমর্থন তালিকা দৈবচয়নের ভিত্তিতে যাচাই-বাছাই, ১২ ডিজিটের টিআইএন নম্বর ও ঋণখেলাপির কারণেই মূলত বেশি প্রার্থিতা বাতিল হয় বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা। আজ-কাল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।
ইসির কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র জমা বাছাইয়ের সার্বিক বিষয়ে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে পরিপত্র জারি করা হয়েছে। মনোনয়নপত্র জমা হয়েছে, এখন সংশ্লিষ্ট সবকিছু গুছিয়ে রাখবেন; রিটার্নিং অফিসার আজ শনিবার ও কাল রবিবার প্রার্থী বা তার প্রতিনিধির উপস্থিতিতে বাছাই করবেন। বিধি মেনে মনোনয়নপত্র বৈধ না হলে বাতিল করা হবে। তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তী তিন দিনের মধ্যে আপিল করতে পারবে সংক্ষুব্ধরা। পৌর নির্বাচনে জেলা সদরের পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অন্য পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, মনোনয়ন বাছাই আইনানুগভাবে ও সঠিকভাবে করবেন রিটার্নিং অফিসাররা। বাছাইয়ের সময় প্রার্থী ও তার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন; অস্বাভাবিক কিছু ঘটনার কারণ নেই। তিনি জানান, কেউ বাদ পড়লে আপিল (জেলা প্রশাসক আপিল কর্তৃপক্ষ) করার বিধান রয়েছে। আপিলের পরও ইসির ক্ষমতা রয়েছে। বাস্তবতার নিরিখে ব্যবস্থা নেওয়া হবে। দল মনোনীত একজন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেয়েছে এবার। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হতে ১০০ ভোটারের সমর্থন লাগবে। তবে সাবেক মেয়রদের স্বতন্ত্র প্রার্থী হতে সমর্থন তালিকা লাগবে না। সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদ নির্দলীয় থাকায় আগের মতোই প্রার্থী হতে হবে।
প্রার্থীদের টিআইএন নম্বরসহ হলফনামা, প্রয়োজনীয় দলিলাদির কপিসহ অন্তত ৫টি কাগজপত্র দিতে হচ্ছে। পৌরসভার জনপ্রতিনিধিরা স্বপদে থেকে ভোট করতে পারলেও স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানের কোনো জনপ্রতিনিধি ভোট করতে চাইলে পদ ছাড়তে হবে। প্রার্থী, প্রস্তাবক ও সমর্থককে পৌর এলাকার ভোটার হতে হবে। একই ব্যক্তি একই পদে একাধিক প্রার্থীর প্রস্তাবক সমর্থক হতে পারবেন না।