পিস টিভি নিষিদ্ধসহ একগুচ্ছ দাবি জানিয়েছেন ওলামা-মাশায়েখরা
স্টাফ রিপোর্টার ঃ ইসলামিক টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল পিস টিভি নিষিদ্ধের দাবি জানিয়েছেন ওলামা-মাশায়েখরা। এছাড়াও ওয়াজ-মাহফিল করার আগে থানা থেকে অনুমতি নেওয়াসহ একগুচ্ছ দাবি জানিয়েছেন তারা। শনিবার রাজধানীর পুলিশ সদরদপ্তরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক মতবিনিময় সভায় জঙ্গিবাদ দমনে একগুচ্ছ দাবি জানিয়েছেন তারা। পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকের সঙ্গে ২০ জেলার ৩৫ জন ওলামা-মাশায়েখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ওলামা-মাশায়েখরা বলেন, ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে ইহুদি ও মার্কিনিদের সম্পর্ক রয়েছে। আইএসের মাধ্যমে মার্কিনিরা বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে। কারণ আইএস ইসরাইল নিয়ে কখনও কোনো মন্তব্য করেনি।
এছাড়া একগুচ্ছ দাবি জানিয়েছে ওলামা মাশায়েখরা। এগুলো হচ্ছে সব ওলামা- মাশায়েখদের নিরাপত্তা জোরদার, পিস টিভি নিষিদ্ধ, কওমী ও আলিয়া মাদ্রাসায় জঙ্গি ঢুকতে না পারে সে বিষয়ে খেয়াল রাখা, পাড়া-মহল্লায় ওয়াজ মাহফিল করার আগে থানার অনুমতি গ্রহণ, মাদ্রাসা বোর্ডকে জামায়াতমুক্ত করা, সরকারবিরোধী কাজে লিপ্তদের তৎপরতা বন্ধে উদ্যোগ ও সারাদেশে ইমামদের তালিকা করার দাবি জানান তারা।