৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর দারুসসালামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, তিনি রিকশা চালান। শিশুটির তার মা ছিলেন বাসায়। শিশুটি খেলার জন্য বাসার বাইরে যায়। এ সময় ওই বাসার দোতলায় ভাড়া থাকা মোস্তফা তাকে ফুসলিয়ে রুমে নিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকারে মা এগিয়ে গেলে মোস্তফা বিষয়টি স্বীকার করে কৌশলে পালিয়ে যায়। বিষয়টি স্ত্রী তাকে জানালে বিকেলে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টুচন্দ্র দাশ জানান, শিশুটিকে চিকিৎসার জন্য এ হাসপাতালে ভর্তি করা হয়েছে।