সব

‘বেঁচে আছেন’ মোল্লা আখতার মনসুর

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 6th December 2015at 4:01 pm
15 Views

26আন্তর্জাতিক ডেস্ক ঃ তালেবান প্রধান মোল্লা আখতার মনসুর বেঁচে আছেন দাবি করে সংগঠনটির পক্ষ থেকে গত শনিবার তার এক অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মোল্লা মনসুর মারা গেছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। খবর আলজাজিরার। তালেবানের প্রকাশ করা ১৬ মিনিটের অডিও বার্তায় মনসুরের মৃত্যুকে ‘অপপ্রচার’ বলে উল্লেখ করা হয়েছে। বার্তায় মনসুর বলেন, ‘আপনারা এ ধরনের গুজবে কান দেবেন না।’ তিনি বলেন, ‘আমি আমার বার্তা রেকর্ড করেছি যেন সবাই জানতে পারে যে, আমি বেঁচে আছি। আমার সঙ্গে কারও যুদ্ধ হয়নি, কোনো বৈঠকও অনুষ্ঠিত হয়নি। আমি কয়েক বছর ধরে কুচলকে (পাকিস্তানের একটি এলাকা) বাস করছি না। এগুলো সবই মিথ্যা এবং আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার।’ এর আগে আফগান কর্তৃপক্ষ জানিয়েছিল, গত মঙ্গলবার পাকিস্তানে নিজ দলের বিপক্ষের যোদ্ধাদের গুলিতে আহত হন মনসুর। এর পরের দিন তার মৃত্যু ঘটে। অডিও বার্তায় শান্তি আলোচনার সম্ভাবনাও নাকচ করে দেন মনসুর। তিনি বলেছেন, ‘আমাদের দাবি পূরণ না হলে আমরা কোনো শান্তি আলোচনায় সম্মত নই।’ আফগানিস্তান সরকার দাবি করেছিল, শান্তি আলোচনা নিয়ে মতদ্বৈততার এক পর্যায়ে তালেবান যোদ্ধাদের গুলিতে গুরুতর আহত হন মনসুর। শুধু শান্তি আলোচনার ব্যাপারে মতভেদই নয়, তালেবানের অনেক উচ্চ পর্যায়ের নেতা মনসুরকে সংগঠনটির প্রধান পদে নিয়োগের বিরোধিতা করেছিলেন। ৯০-এর দশকে তালেবান গঠনের পর থেকে সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলেন এর প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর। গত জুলাইয়ে তার মৃত্যুর ঘোষণার পর মনসুরকে সংগঠনটির প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। ২০১৩ সালে মারা যান মোল্লা ওমর। কিন্তু সংগঠনটির পক্ষ থেকে দুই বছর পর বিষয়টি স্বীকার করা হয়।


সর্বশেষ খবর