সব

ফরিদপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ হাত কাটা শাহীনের লাশ উদ্ধার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 6th December 2015at 4:07 pm
18 Views

28জেলা ডেস্ক ঃ ফরিদপুরের ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন (৩৭) ওরফে হাত কাটা শাহীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের বাইপাস রোড থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। লাশটির মাথায় একটি বুলেটের চিহ্ন রয়েছে। শাহীনের স্ত্রী শাহানা আক্তার জানান, শনিবার ভোর ৫টার দিকে যশোরের এক আত্মীয়ের বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে শাহীনকে তুলে নেয়া হয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ফরিদপুর কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, শাহীনের বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন মামলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেও দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।


সর্বশেষ খবর