সব

গণতন্ত্র বিকাশে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 7th December 2015at 10:59 pm
19 Views

6স্টাফ রিপোর্টার ঃ গণতন্ত্র বিকাশে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় সবসময়ই কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। তাদের এ কাজ আরো বেগবান করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিসিইসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। এসময় সাব-এডিটর পেশায় আরো বেশি সংখ্যক নারী সদস্যদের অংশগ্রহনের আহ্বান জানান স্পিকার। ডিএসইসির সভপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান। সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ এসময় সকল পত্রিকায় বেতন বোর্ড প্রচলন করতে আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর