গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচনে বিএনপি
স্টাফ রিপোর্টার ঃ আসন্ন পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না এমন আশঙ্কা নিয়েই নির্বাচনে অংশ গ্রহন করছে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ফখরুল বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে আশা করি না। তারপরও আমরা নির্বাচনে অংশ নিয়েছি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে।’ বিজয় দিবস উপলক্ষে ১৫ দিনের বিএনপির কর্মসূচিও ঘোষণা করেন তিনি। এর মধ্যে ১৬ ডিসেম্বর রাজধানীতে বর্নাঢ্য র্যালির আয়োজন করেছে দলটি।