সব

আবারো প্লেব্যাকে বাবু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 15th January 2017at 6:17 pm
46 Views

2বিনোদন ডেস্কঃ অভিনেতা ফজলুর রহমান বাবু।অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সাহস কেউ করবে বলে মনে হয় না। তিনি বেশি ব্যস্ত থাকেন অভিনয়টা নিয়ে। তবে মাঝে মাঝে গানও করেন। ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেছিলেন। এবার বাবুর কণ্ঠ পাওয়া যাবে আরও তিন পেশাদার শিল্পীর সঙ্গে। তারা হলেন- দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান ও জয়িতা।

‘চর জেগেছে’ শিরোনামের এ গানটি তৈরি করেছেন ইমন সাহা। লিখেছেন শাহ আলম সরকার। অনুদানের ছবি ‘গহীন বালুচর’-এ থাকছে এটি।

বাবু বলেন, ‘এরই মধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুবই ভালো লেগেছে গানের কথা এবং সুর। গাইতেও বেশ ভালো লেগেছে।’

নদীর বুকে চর জেগে উঠার উৎসবকে ঘিরে ছবিতে বাজবে চার শিল্পীর গাওয়া এ গান।

উল্লেখ্য, এ মুহূর্তে ফজলুর রহমান বাবু তৌকীর আহমেদের ‘হালদা’ ছবি সহ ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।


সর্বশেষ খবর