সব

গাজীপুরে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 8th May 2017at 10:23 pm
51 Views

 

4

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকা থেকে দেশীয় অন্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে পুলিশ। ৮ মে সোমবার ভোরে তাদের আটক করে জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ি পুলিশ।

আটককৃতরা হলেন- জামালপুরেরর দোওয়ানগঞ্জ থানার পাথরেরচর এলাকার মিঠু মিয়ার ছেলে নূর আলম (২৮), সিরাজগঞ্জের শাহজাদপুর থানার মাল্টিডাঙ্গা এলাকার ইয়াহিয়া আহমেদের ছেলে মুছা মিয়া (২৫), একই এলাকার আলতাব হোসেনের ছেলে নাসির উদ্দিন (২৭) এবং টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার হারুন অর রশিদের ছেলে পরাণ মিয়া (৩০)।

হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ওই চার ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, তারা সড়ক-মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি করে।


সর্বশেষ খবর