সব

ভুক্তভোগীদের বক্তব্য শুনলেন রাজউকের চেয়ারম্যান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 9th May 2017at 12:08 pm
42 Views

5

ডেস্ক রিপোর্টঃ প্লট বরাদ্দ ও রাজউকের সংঙ্গে মামলা চলা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও নানান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী।

আজ সোমবার রাজউকের সমাবেশ কক্ষে ভুক্তভোগীদের নিয়ে আয়োজিত এক গণশুনানিতে রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী এই আশ্বাস দেন।

চেয়ারম্যান ভুক্তভোগীদের দীর্ঘ দিনের সমস্যা শোনার পর তাৎক্ষণিক তিনি সমাধান করতে সংশ্লিষ্ট কর্মকতাদের নির্দেশও প্রধান করেন।

গণশুনানিতে অভিযোগ অংশগ্রহণকারী এক ব্যাক্তি রাজধানীর উত্তরার সানজিদা বেগম বলেন, ১৯৯৩ সালে আমার বাবা রাজউক থেকে একটি বরাদ্দ প্লট নিয়ে মাত্র দুইটি কিস্তি দিয়ে তিনি মারা যান। পরে তাদের প্লটের নামে তার বাবার উত্তরসূরি কেউ বরাদ্দকৃত ঐ প্লটের কিস্তি দেননি, এবং দিতে পারবে কিনা সেই বিষয়ে দীর্ঘদিন ধরে ঘোরার পরও সমস্যা সমাধান হয়নি!

আজ এই শুনানিতে অংশগ্রহণ নেয়ার পরে এ বিষয়টি সর্ম্পকে সমাধান চাইলে, রাজউক চেয়ারম্যান তাৎক্ষনিক তার সমস্যা সমাধানের জন্য এক কর্মকর্তাকে নির্দেশ প্রধান করেন।

একই ভাবে পূর্বাচলের আব্দুর রাজ্জাক বলেন, তার বাসার সামনের জায়গা বরাদ্দ না থাকা সত্বেও প্রভাবশালী এক ব্যক্তি রাস্তা বের করে নিয়েছেন বলে গণশুনানিতে অভিযোগ করে আসছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাজউকে ঘুরেও সমাধান পাননি তিনি।

এভাবে অনেক ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর তাৎক্ষনিক সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান রাজউকের চেয়াম্যান।

শুনানিতে ঠিক একই ভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন তিনি।

এমনকি এক বৃদ্বের ৩২ বছর বরাদ্দ প্লটের জটিল সমস্যা সমাধান করে দেন রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী।


সর্বশেষ খবর