সব

গাজীপুরের ৫ আসনে ৬০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 17th November 2018at 1:48 pm
96 Views

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গাজীপুরের ৫টি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬০ জন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে ২৪, বিএনপি থেকে ২৪ ও জাতীয় পার্টি থেকে ১২ জন। তারা নিজ দলের টিকিটপ্রাপ্তির প্রত্যাশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

১৬ নভেম্বর শুক্রবার পর্যন্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের সময় থাকায় আরও অন্তত ডজন খানেক প্রার্থী এখনও অপেক্ষা করছে বলে জানা গেছে। তারা আজকের মধ্যে নয়া পল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যেই ফরম সংগ্রহ করবেন। এক্ষেত্রে বিএনপির মনোনয়নপত্র প্রত্যাশীর সংখ্যাও আরও বাড়তে পারে। ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রত্যাশী প্রার্থীর মধ্যে অনেকেই মনোনয়ন বোর্ডে হাজির হয়ে সাক্ষাৎকারও দিয়েছেন।

গাজীপুর-১ (কালিয়াকৈর) : এ আসনে আওয়ামী লীগ ১১, বিএনপি ২ ও জাতীয় পার্টির ৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, মুক্তিযোদ্ধা আকম মোজাম্মেল হক এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, এডভোকেট শফিকুল ইসলাম বাবুল, নূরে আলম সিদ্দিকী, হালিম সরকার, আফজাল হোসেন সরকার রিপন, দেওয়ান মোঃ ইব্রাহীম, আজম খান ও শাহীন সরকার।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন, সদ্য দলে ফেরা বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকী ও সাবেক ভিপি মোঃ সুরুজ আহাম্মেদ। জাতীয় পার্টির খন্দকার আবদুস সালাম, শরীফুল ইসলাম শরিফ ও আল আমিন মনোনয়ন ফরম কিনেছেন।

গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) : এই আসনে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ১০ জন ও জাতীয় পার্টির ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, এডভোকেট আজমত উল্লাহ খান ও মোস্তফা কামাল হুমায়ূন হিমু মনোনয়ন ফরম কিনেছেন।

বিএনপির সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নান, সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডাঃ মাজহারুল আলম, সহ-সভাপতি সালাউদ্দিন সরকার, মহানগর যুবদল সভাপতি প্রভাষক বশির আহম্মেদ, ভিপি সুরুজ আহাম্মেদ, সাবেক জেলা ছাত্রদল সভাপতি সরাফত হোসেন খান, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, জসিম উদ্দিন বাট, আহাম্মেদ সায়মুম ও মেয়রপুত্র মন্জুরুল করিম রনি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ আসনে জাতীয় পার্টি থেকে সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এডভোকেট মাহবুব আলম মামুন ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মনোনয়নপত্র তুলেছেন।

গাজীপুর-৩ (শ্রীপুর ও আংশিক গাজীপুর সদর) : এ আসনে আওয়ামী লীগের ৩ জন, বিএনপি থেকে ১০ জন ও জাতীয় পার্টি থেকে ২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট রহমত আলী এমপি, এমপি পুত্র জামিল আহসান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

বিএনপি থেকে পীরজাদা এসএম রুহুল আমিন, ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, সাখাওয়াত হোসেন সবুজ, অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, শাহজাহান ফকির, আব্দুল মোতালিব, সিরাজ উদ্দিন কাইয়া, কুতুব উদ্দিন চেয়ারম্যান, ফরিদা ইয়াসমিন স্বপনা দলীয় মনোনয়ন তুলেছেন। এছাড়া জাতীয় পার্টি থেকে আজহারুল ইসলাম সরকার ও হাজী আবতাব উদ্দিন মনোনয়ন সংগ্রহ করেছেন।

গাজীপুর ৪ (কাপাসিয়া) : আওয়ামী লীগ থেকে ৪ জন, বিএনপির ১ জন ও জাতীয় পার্টির ২ জন এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি এমপি, শিল্পপতি আলম আহমেদ, মোতাহার হোসেন মোল্লা ও হাবিবুর রহমান আকন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিএনপি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন প্রয়াত হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। আর জাতীয় পার্টি থেকে আনোয়ারা কবির ও মোশারফ হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুর ৫ (কালীগঞ্জ ও গাজীপুর সদর আংশিক) : এ আসনে আওয়ামী লীগের ৩ জন, বিএনপির ১ জন ও জাতীয় পার্টির ২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

আওয়ামী লীগ থেকে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও ডাকসু সাবেক ভিপি-জিএম আখতারউজ্জামান মনোনয়ন ফরম তোলেন। বিএনপি থেকে সাবেক এমপি ও ছাত্রদল সভাপতি একেএম ফজলুল হক মিলন এবং জাতীয় পার্টি থেকে মজনু গাজী ও আজম খানের সহধর্মিণী রাহেলা পারভীন শিশির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


সর্বশেষ খবর