সব

এসডিজি অর্জনে বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে : স্পিকার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 8th July 2019at 7:16 pm
40 Views

আমারবাংলা ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এসডিজি অর্জনে সঠিক পথেই এগুচ্ছে। অনেক ক্ষেত্রে এ অর্জন দৃশ্যমান।

আজ সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর মেম্বারস অফ পার্লামেন্ট : পার্লামেন্টারি এনগেজমেন্ট উইথ দ্যা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস : দ্যা ইউস অব আইসিটি টু এক্সেলিরেট এচিভমেন্ট শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাতীয় সংসদ সচিবালয় ও পরিকল্পনা কমিশন এই কর্মশালার আয়োজন করে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি কর্মশালায় প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন।

স্পিকার বলেন, এমডিজি অর্জনে বাংলদেশের সফলতা বিশ্বনন্দিত। এমডিজির ধারাবাহিকতায় এসডিজি লক্ষ্য অর্জনেও বাংলদেশ সফল হবে।

ড. শিরীন শারমিন বলেন, জাতীয় সংসদে এসডিজি বিষয়ক একটি সেল গঠনের উদ্যোগ নেওয়া হবে-যেখান থেকে সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

স্পিকার বলেন, দশম জাতীয় সংসদে এসডিজি নিয়ে কাজ শুরু হয়। একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের এসডিজি বিষয়ে প্রশিক্ষিত করতে ইউএনডিপি’র সাথে দুই বছরের জন্য সমঝোতা স্মারক সাক্ষর করা হয়েছে।

২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নে সংসদ সদস্যগণ কিভাবে যুক্ত হবেন তা তারা নিজেরাই নির্ধারণ করবেন। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসডিজি বাস্তবায়নকে আরও গতিশীল করতে সংসদ সদস্যগণের প্রতি আহবান জানান তিনি।

এসডিজি লক্ষ্য বাস্তবায়নে সংসদ সদস্যদের নিজ নিজ সংসদীয় এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখারও আহবান জানান স্পিকার।

সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী। ইউএনডিপি হেডকোর্য়াটারের প্রতিনিধি মি. চার্লস চাওভেল, ই-গর্ভমেন্ট লিডারশিপ সেন্টার সিঙ্গাপুরের সেন্টার ডাইরেক্টর অশোক কুমার এসডিজি ও আইসিটি বিষয়ে সেশন পরিচালনা করেন। প্রশ্নোত্তর পর্বে তারা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ওরিয়েন্টেশন কর্মশালায় জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী, পঞ্চানন বিশ্বাস এবং আবু সাঈদ মাহমুদ আল স্বপন উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন কর্মশালায় ৭৫ জন সংসদ সদস্য ও জাতীয় সংসদ সচিবালয়ের ৩০ জন কর্মকর্তা অংশ নেন।


সর্বশেষ খবর