শবনমের পা ছুঁয়ে সালাম করলেন আতিফ আসলাম
বিনোদন ডেস্কঃ ৭ জুলাই সন্ধ্যায় পাকিস্তানের করাচিতে হয়ে গেল ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ২০১৯’। প্রতিবছর এই অনুষ্ঠানে টেলিভিশন, চলচ্চিত্র, ফ্যাশন ও সংগীতে অবদানের জন্য সেরাদের পুরস্কৃত করা হয়। এবারের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন পাকিস্তান-বাংলাদেশের অভিনেত্রী শবনম। পুরস্কার প্রদানের আগে মঞ্চে গান পরিবেশন করতে ওঠেন জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এ সময় সামনের সারিতে বসে থাকা শবনমকে দেখে তিনি মঞ্চ থেকে নেমে আসেন। পা ছুঁয়ে সালাম করে তাঁকে নিয়ে ওঠেন মঞ্চে।
গেয়ে শোনান ‘তেরে বিনা মেরে জীবন কুছ নেহি’ গানটি। এরপর শবনমকে উৎসর্গ করে একটি ভিডিও দেখানো হয়। ‘নিগাহ জি’ গানটির সঙ্গে একঝাঁক চলচ্চিত্র তারকা নৃত্য পরিবেশন করেন। এমন আয়োজন যে শবনম বেশ উপভোগ করেছেন তা ইউটিউবে প্রকাশ পাওয়া একটি ভিডিও দেখে বোঝা যায়।
শবনম ‘চান্দা’, ‘চাহাত’, ‘খুবসুরত’, ‘পাকিজা’ প্রভৃতি ছবির জন্য পাকিস্তানে সে সময় জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। তাঁর সঙ্গে জুটি বেঁধে ওয়াহিদ মুরাদ ও নাদিম অনেক ব্যবসাসফল ছবি উপহার দিয়েছিলেন। সম্প্রতি পাকিস্তানের ‘আয়না ২’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সেখানকার একটি কমেডি ধারাবাহিকেও অভিনয় করছেন তিনি।